মোনাস ট্যাবলেট (Monas 10) এর কাজ কি - মোনাস ট্যাবলেট এর দাম কত
গ্যাসের ব্যথা কমানোর কার্যকরী সেরা উপায়প্রিয় পাঠকদের উদ্দেশ্যে আজকের আমাদের আলোচনার বিষয় "মোনাস ট্যাবলেট (Monas 10) এর কাজ"। আমাদের পরিবারে কিংবা আশেপাশে কাশি, কফ, নাক বন্ধ হয়ে যাওয়া এর মত ঠান্ডা লাগা জনিত সমস্যা এর পাশাপাশি হাঁপানি, অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস, শ্বাসতন্ত্র সমস্যায় ভুক্তভোগী অনেক মানুষ রয়েছেন। আর এই ভুক্তভোগীদের পীড়া কমানোর জন্য অত্যন্ত কার্যকর এই মোনাস ১০ (Monas 10) ওষুধটি।
আজকের নিবন্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব মোনাস ট্যাবলেট (Monas 10) কাজ, এই ওষুধের দাম, পার্শ্ব প্রতিক্রিয়া, কাশি উপশম এর ক্ষেত্রে এই ট্যাবলেট এর কার্যকারিতা এবং এর পাশাপাশি আরো আনুষঙ্গিক কিছু বিষয় বস্তু নিয়ে। আশা করি নিম্নলিখিত প্রবন্ধটি আপনাদের উপকারে আসবে।
মোনাস ট্যাবলেট (Monas 10) এর কাজ কি
মোনাস ১০ (Monas 10) ওষুধটি আমাদের নিত্যপ্রয়োজনীয় এবং পাশাপাশি খুব জনপ্রিয় একটি ঔষধ।মোনাস ১০ সাধারণত হাঁপানি, অ্যালার্জিক এবং শ্বাসতন্ত্রের উপশমের জন্য সেবন করা হয়ে থাকে। এর মূল কাজ হলো মূলত লিওকোট্রাইং নামক পদার্থের কার্যক্ষমতা গুলোকে বন্ধ করে দেওয়া যার ফলে শরীরের অ্যাজমা কিংবা এলার্জি রাইনাইটিস অপচিত প্রতিক্রিয়া গুলো উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যায়। যার ফল শুরু মানব শরীরে অ্যাজমা এবং এলার্জিজনিত সমস্যা নিয়ন্ত্রণে থাকে। এগুলো ছাড়াও মোনাস ট্যাবলেট (Monas 10) এর কাজগুলো হলোঃ
- হাঁপানি রোগ প্রতিরোধ করা এবং দীর্ঘস্থায়ী চিকিৎসা প্রদান করা।
- অ্যালার্জিক রাইনাইটিস লক্ষণ উপশমের জন্য এটি কার্যকরী।
- যে সকল মানুষ ঠান্ডা লাগা জনিত সমস্যা যেমন কাশি,কফ, নাকের প্রদাহ, নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি সমস্যার ভুক্তভোগী তাদেরকে এই ওষুধ সেবনের জন্য সাময়িকভাবে নির্দেশনা দেওয়া হয়।
- এলার্জিক অ্যাজমা এর চিকিৎসাতেও এই ওষুধ ব্যবহৃত হয়। এলার্জিক অ্যাজমার লক্ষণ যেমন নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, স্বাসতন্ত্রের সংকোচ, চাপল শ্বাস এবং এর পাশাপাশি স্লাইটিং চাপল শ্বাস হ্রাস করা মোনাস ১০ ট্যাবলেটটির কাজ ।
- কোন রোগী যদি শ্বাসতন্ত্র সম্পর্কিত সমস্যায় ভুগে থাকেন তাহলে তো উপশম করতে এই ট্যাবলেটটি ব্যবহৃত হবে। নাইটসম্যার্ট সিফার ম্যাচ নামক স্বতন্ত্রের সমস্যা, অতিরিক্ত ধূমপানের ফলে সংক্রান্ত শ্বাসতন্ত্রের সমস্যা ইত্যাদি নিঃসরণ এর জন্য এই ট্যাবলেটই ব্যবহৃত হয়ে থাকে।
- আমাদের শরীরে অ্যাজমা এবং এলার্জিক রাইনাইটিস এর অবাঞ্চিত প্রতিক্রিয়া উৎপন্ন করে লিউকোট্রাইন নামক এক ধরনের পদার্থ। মোনাস ১০ ট্যাবলেট টি এই ধরনের পদার্থ গুলোর কার্যক্ষমতা নিয়ন্ত্রণ এবং হ্রাস কিংবা বন্ধ করতে অত্যন্ত কার্যকর।
- নিঃশ্বাস প্রশ্বাসে সমস্যা অর্থাৎ শ্বাস নিতে সমস্যা হলে মোনাস ১০ ওষুধটি ব্যবহৃত হয়।
- খিঁচুনি থেকে রক্ষা পেতেও মোনাস (Monas 10) ট্যাবলেট ব্যবহৃত হয়।
মোনাস ১০ কতদিন খেতে হয়
যেকোনো ওষুধের মত মোনাস ১০ ওষুধটিও অবশ্যই চিকিৎসকের পরামর্শ এবং দিকনির্দেশনা অনুযায়ী খাওয়ায় সবথেকে উত্তম। তাহলে এই বিষয়টি পরিষ্কার যে এই ট্যাবলেট টি আপনাকে ঠিক কতদিন খেতে হবে তা সম্পূর্ণ আপনার ডাক্তার সিদ্ধান্ত নিবেন আপনি যে রোগে আক্রান্ত তা বিবেচনা করে।তবে এটি ঠিক কতদিন খেতে হবে সে সম্পর্কে আমরা কিছু প্রাথমিক ধারণা প্রদান করতে পারি। আপনি যদি কাশিতে ভুগেন সে ক্ষেত্রে আনুমানিক ৭ দিন চিকিৎসকের দিক নির্দেশনা অনুযায়ী এই ওষুধ খেলেই হবে।
যেহেতু এলার্জির জনিত কাশি ভালো হওয়া সময় সাপেক্ষ ব্যাপার সে ক্ষেত্রে মোনাস ১০ ট্যাবলেট টি আপনাকে প্রথম সাতদিন খেতে হবে এবং ৭ দিনে যদি কাছে ভালো হয়ে যায় সে ক্ষেত্রে আরও ৫ দিন খেতে পারেন। তবে এমনটা হওয়ার সম্ভাবনা থাকে যে কাশি ভালো হতে ১০ থেকে ১৫ দিন কিংবা তারও বেশি সময় লেগে যায় সে ক্ষেত্রে এই ট্যাবলেটই আপনাকে আনুমানিক একমাস খেতে হবে । আপনার কাশি যদি জটিল হয় এবং দীর্ঘ সময় এই ওষুধ খাওয়ার পরও ভালো না হয় সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তারপর নিয়মমাফিক ওষুধ সেবন করতে হবে।
যেহেতু এটি অনেক ধরনের রোগ সারাতেই কার্যকর একটি ওষুধ সেক্ষেত্রে ভিন্ন রোগের জন্য সময়টি বাড়তে কিংবা কমতে পারে তাই আপনার চিকিৎসক যতদিন পর্যন্ত এই ওষুধ সেবন করার নির্দেশনা দিবেন অবশ্যই ততদিন পর্যন্তই আপনাকে মোনাস ১০ ট্যাবলেটটি খেতে হবে। যদি এমন প্রশ্ন জাগে যে মনোস ১০ ট্যাবলেটটি খাওয়ার পূর্বে না পরে খেতে হবে সে ক্ষেত্রে আমাদের উত্তর হবে অবশ্যই এই ওষুধটি আপনি খাওয়ার পরবর্তী সময় সেবন করবেন।
Monas 10 কিভাবে খেতে হয়?
স্বাভাবিকভাবেই অন্যান্য ওষুধ গুলোর মত মোনাস ১০ (Monas 10) খাওয়ার ও অবশ্যই কিছু নিয়ম রয়েছে। প্রথমত আমরা কথা বলব রোগ অনুযায়ী মোনাস ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে।
আরও পড়ুনঃ বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায়
- যদি আমরা এই ট্যাবলেটটি হাঁপানি রোগের জন্য খেয়ে থাকি এবং রোগীর বয়স সীমা যদি বারো মাস কিংবা তার বেশি হয় তাহলে তাদের ১০ মিলিগ্রাম মোনাস ট্যাবলেটটি প্রতিদিন একবার করে সন্ধ্যায় সেবন করতে হবে।
- কেউ যদি চিরস্থায়ী এলার্জি রায়নাইটিস রোগের ভুক্তভোগী হয়ে থাকেন এবং তাদের বয়সসীমা যদি ছয় মাস কিংবা তার বেশি হয়ে থাকে তবে তাদের মোনাস ১০ ট্যাবলেটটি সেবন করতে হবে প্রতিদিন একবার করে।
- ব্যায়াম জনিত শ্বাসনালী সংকোচন এর জন্য এই ট্যাবলেটটি দৈনিক ১ বার করে সেবন করতে হবে।
- মোনাস দশ ট্যাবলেট টি যদি আপনি ব্যবহার করে থাকেন ইআইবি প্রতিরোধে সেই ক্ষেত্রে রোগীর বয়সসীমা যদি ছয় বছর কিংবা তার বেশি হয় তাহলে ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা পূর্বে এটি সেবন করতে হবে।
- মৌসুমী এলার্জি রায়নাইটিস এর উপশম ঘটনার উদ্দেশ্যে যদি মোনাস ১০ ট্যাবলেটটি ব্যবহার করা হয় তাহলে এটি প্রতিদিন একবার করে সেবন করতে হবে যদি রোগীর বয়সসীমা দুই বছর কিংবা তার বেশি হয়ে থাকে।
বয়স অনুসারে মোনাস ট্যাবলেট (Monas 10) খাওয়ার নিয়মঃ
- প্রাপ্তবয়স্ক এবং ১৫ বছর ও তার বেশি বয়সীঃ ১০ মিলিগ্রাম/দিন
- ৬ থেকে ১৪ বছরঃ ৫ মিলিগ্রাম/দিন
- ২ বছর থেকে ৪ বছর বয়সীঃ ৪ মিলিগ্রাম করে দিনে একবারের বেশি খাওয়া যাবেনা।
- ৬ মাস থেকে ৫ বছরঃ ৪ মিলিগ্রাম/দিন
অবশ্যই চিকিৎসকের পরামর্শ এবং দিকনির্দেশনা অনুযায়ী খেতে হবে।
মোনাস ১০ এর দাম
ওষুধের বাজার দর যেহেতু অন্যান্য বাজারদরের মতো উঠানামা করে সেহেতু সবসময় এই ট্যাবলেট এর দাম যে আমাদের বলা দামের মতোই থাকবে তা কিন্তু নয়। সময় কিংবা পরিস্থিতি অনুযায়ী এটি বাড়তে কিংবা কমতেও পারে। প্রথমত মোনাস ১০ অর্থাৎ ১০ মিলিগ্রাম একটি মোনাস ট্যাবলেট এর দাম ১৬ টাকা পর্যন্ত হয়ে থাকে। প্রতি ট্যাবলেট এর মূল্য যেহেতু ১৬ টাকা সেও তো আপনি যদি ৫টি ট্যাবলেটের একটি প্যাকেট ক্রয় করেন সে ক্ষেত্রে আপনাকে গুনতে হবে ৫×১৬= ৮০ টাকা।
আরও পড়ুনঃ দাঁতের ব্যথা কমানোর ঘরোয়া উপায়
এর পাশাপাশি এই ট্যাবলেট টি ১৫ টির প্যাকেট হিসেবে পাওয়া যায়। আপনি যদি ১৫ টি ট্যাবলেটের প্যাকেট কিনতে চান তাহলে আপনার খরচ হবে (১৬×১৫) ২৪০ টাকা। ৩০ টি ট্যাবলেটের প্যাকেট হিসেবেও মোনাস ১০ বাজারে পাওয়া যায় যার দাম হয় ৪৮০ টাকা।
কাশির জন্য মোনাস ১০ (Monas 10)
কাশি অস্বস্তিকর একটি দৈহিক অবস্থা। যা কিনা শরীরের জন্য প্রতিকূল অবস্থা সৃষ্টি করে থাকে। কাশি নিরাময়ের ক্ষেত্রে মোনাস ১০ ট্যাবলেট টি অনেক উপকারী বিবেচিত হয়। কিন্তু মোনাস ১০ ট্যাবলেটটিকে সরাসরি কাশির উপসমকারী ওষুধ বলা ঠিক হবে না কারণ এটা শুধু কাশির জন্য ব্যবহৃত হয় না। এটি মূলত ব্যবহৃত হয়ে থাকে এলার্জির জড়িত কারণে যদি কাশির উৎপত্তি ঘটে তার উপশম ঘটানোর ক্ষেত্রে।
মোনাস ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
বেশিরভাগ সংখ্যক ঔষধের যেমন কিছু পার্শ্ব প্রতিক্রিকে বিদ্যমান থাকে ঠিক তেমনি ভাবেই মোনাস ১০ ট্যাবলেট টির ও নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান রয়েছে। এটি খাওয়ার পূর্বে অবশ্যই যেমন আমাদের ডাক্তারের নির্দেশনা মেনে চলতে হবে তেমনি ভাবে থাকতে হবে সচেতন এবং অবশ্যই অবগত থাকতে হবে নিজেদের শারীরিক পরিচিতি সম্পর্কে।আমরা যদি এর পার্শ্বপ্রতিকাগুলোর কোথা আলোচনা করতে চাই তাহলে অবশ্যই আমাদের একে দুই ভাগে বিভক্ত করতে হবে। প্রথমত সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যা সচরাচর দেখা যায় এবং দ্বিতীয়টি হল অস্বাভাবিক প্রতিক্রিয়া।
সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো হলোঃ
- মোনাস ১০ ট্যাবলেট সেবনের ফলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে।
- বমি ভাব কিংবা বমি করা মোনাস ১০ ট্যাবলেট সেবনের একটি পার্শ্ব প্রতিক্রিয়া।
- ত্বকের বিরূপ প্রতিক্রিয়াও দেখা দেওয়ার সম্ভাবনা থাকে।
- এটি সেবনের স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর ভিতরে জ্বর এবং মাথাব্যথাও রয়েছে।
- অনেক সময় পরিপাকতন্ত্রের অস্বাভাবিকতা কিংবা অস্বস্তি লক্ষ্য করা যায় মোনাস ১০ সেবনের ফলে।
- এই ট্যাবলেটটি সেবনের ফলে তোকে ফুসকুড়ি ও দেখা দিতে পারে।
মোনাস ১০ ট্যাবিলিটির কিছু অস্বাভাবিক প্রতিক্রিয়া ও লক্ষ্য করা যায় যেমনঃ
- লিভার ট্রান্সঅ্যামাইনেজ এর বৃদ্ধি মোনাস ১০ ট্যাবলেট সেবনের একটি অস্বাভাবিক প্রতিক্রিয়া।
- এই ট্যাবলেট সেবনের ফলে সাইনোসাইটস এ সমস্যা ও লক্ষ্য করা যায়।
- অনেকে বলেন এটি সেবনের পর দুশ্চিন্তা কিংবা ডিপ্রেশন জনিত সমস্যা দেখা যায়।
- এই ট্যাবলেট সেবনের ফলে পেশির বেদনা জনিত সমস্যাতেও অনেকে ভোগেন।
- মাথা ঘোরা, দুর্বলতা হতে পারে মোনাস ১০ ট্যাবলেটটি সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া।
- এই ট্যাবলিটি সেবনের ফলে হতাশায় ভোগার মত সমস্যা দেখা যায়।
- মাংসপেশীর বেদনার পাশাপাশি এটি ফুলে ওঠা এই ট্যাবলেট সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া।
- এ ব্যতীত তন্দ্রাচ্ছন্নতা, বিরক্তিভাব, অসুস্থতা বোধ, ঘুমের সমস্যা, অস্বাভাবিক অনুভূতি ইত্যাদি মোনাস ১০ ট্যাবলেটির অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া এর অন্তর্ভুক্ত।
গর্ভাবস্থায় মোনাস ১০ (মন্টিলুকাস্ট) খাওয়া যাবে কি
অনেক মানুষেরই একটি বিষয় নিয়ে অনেক প্রশ্ন থাকে যে আদৌ কি মোনোস ১০ ট্যাবলেটটি প্রেগনেন্সি কিংবা গর্ভকালীন সময়ে খাওয়া ঠিক হবে? কিংবা এটি খাওয়া কী নিরাপদ? ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকান একটি অ্যাসোসিয়ন যারা কিনা ফুড এন্ড ড্রাগ কন্ট্রোল অথরিটি মূলত এই অথরিটি মোনাস ১০ ট্যাবলেটটিকে গর্ভাবস্থায় সেবনকৃত ঔষধের তালিকায় রাখেনি এবং এ বিষয়ে আসলে কোন যথার্থ তথ্য নেই যে আদৌ গর্ভকালীন সময়ে এটি নিরাপদ কিনা।
যার জন্য এই ওষুধটি সেবন করতে হলে কিংবা করার প্রয়োজন পড়লে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। তবে যেহেতু এটি নিরাপদ কিনা এ বিষয়ে যথার্থ কোন তথ্য এখনও কোন গবেষণায় প্রমাণিত হয়নি সেই ক্ষেত্রে গর্ভাবস্থায় এটি সেবন না করাই শ্রেয়। এর পাশাপাশি মোনাস ১০ মাতৃদুদ্ধে নিঃসরিত হয়ে থাকে তাই একদমই দরকার না হলে এই ওষুধটি না খাওয়াই উত্তম।
কোন কারণে যদি সেবন করতে হয় তবে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একজন গর্ভবতী নারীর এই ওষুধটি না খাওয়াই উত্তম।
মোনাস 10 কি অ্যান্টিবায়োটিক?
অনেকেরই এ বিষয়ে জিজ্ঞাসা থাকে যে মনোস ১০ ট্যাবলেটটি আসলে কোন এন্টিবায়োটিক কিনা। সেক্ষেত্রে এর উত্তর অবশ্যই না। এই ওষুধটি কোন এন্টিবায়োটিক নয় বরং এটি একটি লিউক্রোটিন রিসেপ্টর বিরোধী। অর্থাৎ মোনাস ট্যাবলেট (Monas 10) এর কাজ অর্থাৎ প্রধান কাজ হল লিওকোট্রাইং নামক পদার্থের কার্যক্ষমতা গুলোকে বন্ধ করে দেওয়া মোনাস ১০ সাধারণত হাঁপানি, অ্যালার্জিক এবং শ্বাসতন্ত্রের উপশমের জন্য সেবন করা হয়ে থাকে। এর পাশাপাশি এই ওষুধটি কার্যকর ভাবে হাঁপানি থেকে আক্রমণ,হে জ্বর, এবং এর সাথে সাথে ঋতু অনুযায়ী যে সকল এলার্জির লক্ষণগুলো দেখা দেয় সেগুলো প্রতিরোধ করে।
আমাদের শেষ কথা
আজকের প্রবন্ধে আমরা মূলত চেষ্টা করেছি মোনাস ট্যাবলেট (Monas 10) এর কাজ সম্পর্কে প্রিয় পাঠকদের জানানোর। এই ট্যাবলেটটি সর্দি, মৌসুমী এলার্জি রায়ানাইটিস, নিঃশ্বাস প্রশ্বাসে সমস্যা, শ্বাসতন্ত্রের সমস্যা, বিভিন্ন ধরনের ঠান্ডা লাগা জনিত সমস্যা যেমন কাশি, কফ, নাক বন্ধ হয়ে যাওয়া, নাকের প্রদাহ, হাঁপানি রোগ প্রতিরোধ এর স্থায়ী সমাধান, অ্যাজমার উপশম এর জন্য অত্যন্ত কার্যকর। তবে এই ওষুধ সেবনের পূর্বে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞের ডাক্তারের পরামর্শ নিতে হবে।
যেহেতু এটি একটি ওষুধ সেক্ষেত্রে অবশ্যই এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা আমরা ইতিমধ্যে এই প্রবন্ধে আলোচনা করেছি। যদি মনে হয় পার্শ্বপ্রতিক্রিয়া গুলো অস্বাভাবিক সে ক্ষেত্রে দ্রুত ডাক্তারের নির্দেশনা নিতে হবে। গর্ভাবস্থায় যদি এই ওষুধটি সেবন করা অত্যন্ত জরুরী নাই হয় তবে চেষ্টা করতে হবে এটি সেবন করা থেকে বিরত থাকা আর এই ওষুধ সেবন করলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
তা না হলে এর পরিণাম ইতিবাচক নাও হতে পারে। সর্বোপরি অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে এবং আপনার আশেপাশের মানুষকে এই বিষয়ে অবগত রাখার চেষ্টা করতে হবে। আশা করি আজকের আমাদের "মোনাস ট্যাবলেট (Monas 10) এর কাজ" সম্পর্কিত প্রবন্ধটি আপনাদের উপকারে আসবে। এতক্ষণ ধরে এই প্রবন্ধটি পড়ার জন্য সকল পাঠকদের ধন্যবাদ জানাই। সুস্থ থাকবেন সচেতন থাকবেন।
ইজি গ্রাব ওয়েব এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url