কীওয়ার্ড ইনটেন্ট - সঠিক ট্রাফিক আকর্ষণের চাবিকাঠি।

একজন কন্টেন্ট রাইটারের জন্য সঠিক কিভাবে নির্বাচন করা কতটা জরুরী সে বিষয়ে আমরা নিশ্চয়ই অবগত আছি। যদি কেউ কিওয়ার্ড কিংবা কি ওয়ার্ড সম্পর্কে নাই জানে তাহলে সে ক্ষেত্রে সঠিক কিওয়ার্ড নির্বাচন করা দুষ্কর হয়ে পড়বে। যার কারণে এই সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা জরুরী।


এই পোস্টের মাধ্যমে আমরা পাঠকদের কিওয়ার্ড, কিওয়ার্ড ইনটেন্ট, কিওয়ার্ডের প্রকারভেদ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি। চলুন বিষয়গুলো আলোচনা করা যাক।

ভূমিকা

একজন কনটেন্ট রাইটার এর জন্য কীওয়ার্ড ইনটেন্ট সম্পর্কে জানা কতিপয় গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সম্পর্কে জ্ঞান না থাকলে গতানুগতিক ভাবে নিজের সৃষ্ট কনটেন্ট গুলো থেকে কৃতি আশা করা যায় না। তাই আসুন জেনে নেই কীওয়ার্ড ইনটেন্ট কী?এর প্রকারভেদ সমূহ এবং কেন এটি এতটাই গুরুত্বপূর্ণ বিষয়।

কীওয়ার্ড কী? কী ওয়ার্ড এর প্রকারভেদ

কীওয়ার্ড ইনটেন্ট সম্পর্কে জানার পূর্বে আমাদের জানা উচিত কীওয়ার্ড কী? কীওয়ার্ড হলো এমন কিছু শব্দ বা শব্দ গুচ্ছ যা আমরা সাধারণত কোন সার্চবার লিখে এ সার্চ করে থাকি এবং সেই সম্পর্কিত সার্চ রেজাল্ট পেয়ে থাকি।কীওয়ার্ড কে আমরা সাধারণত দুইটি ভাবে চিনি। যেমনঃ লংগ টেইল কিওয়ার্ড ও শর্ট টেইল কীওয়ার্ড।
  • লংগ টেইল কিওয়ার্ডঃ অধিক শব্দযুক্ত অর্থবোধক কোন বিষয় লিখে যখন আমরা সার্চ বারে সার্চ করে থাকি তখন তা একটি লংগ টেইল কীওয়ার্ড হিসেবে সংজ্ঞায়িত হয়ে থাকে।
  • র্ট টেইল কীওয়ার্ডঃ শর্ট টেইল কীওয়ার্ড এর ক্ষেত্রে বিষয়টি ভিন্ন সাধারণত দুই বা এর অধিক শব্দ লিখে আমরা সংক্ষিপ্ত ভাবে যখন সার্চ বারে কোন কিছু সার্চ করি তখন তাকে সর্ট টেইল কীওয়ার্ড বলে।

কীওয়ার্ড ইনটেন্ট কী?

আমরা ইতি পূর্বেই জেনেছি কিছু শব্দ বা শব্দ গুচ্ছ যা আমরা সাধারণত কোন সার্চবার লিখে এ সার্চ করে থাকি এবং সার্চ রেজাল্ট পেয়ে থাকি।অপরদিকে কী-ওয়ার্ড ইনটেন্ট বলতে বুঝায় কীওয়ার্ড এর উদ্দেশ্য। অর্থাৎ আমাদের কোন কীওয়ার্ড সার্চ করার উদ্দেশ্য কী, কিংবা কোন কীওয়ার্ডটি কোন ক্যাটেগোরির ভিতরে রয়েছে ইত্যাদি বিষয়বস্তু হলো কীওয়ার্ড ইনটেন্ট।

কীওয়ার্ড ইনটেন্ট এর প্রকারভেদ

ইনটেন্ট অনুসারে কীওয়ার্ড কে সাধারণত ৪ টি ভাগে ভাগ করা হয়ে থাকে।
  • ইনফরমেশনাল কীওয়ার্ড
  • নেভিগেশনাল কীওয়ার্ড
  • কমার্শিয়াল কীওয়ার্ড
  • ট্রানজেকশনাল কীওয়ার্ড

ইনফরমেশনাল কীওয়ার্ড ও এর উদাহরণ

যে সকল কী-ওয়ার্ড গুলো ব্যবহার এর মাধ্যমে যখন আমরা কোন তথ্য অনুসন্ধান করে থাকি কিংবা নির্দিষ্ট কোন তথ্য সংগ্রহ এর উদ্দেশ্য আমরা যেই সকল কী-ওয়ার্ড গুলো ব্যবহার করি তা মূলত ইনফরমেশনাল কী ওয়ার্ড এর আওতায় আসে।সাধারণত কোন কী-ওয়ার্ড এর পূর্বে কী,কেন,কীভাবে? ইত্যাদি কী-ওয়ার্ড ব্যবহার করা হলে তা ইনফরমেশনাল কী-ওয়ার্ড বলে ধরা হয়ে থাকে।

What,how,who,where,when ইত্যাদি ইনফরমেশনাল কীওয়ার্ড এর উদাহরণ।যখন কেন তথ্য অনুসন্ধানকারী এই সকল কীওয়ার্ড লিখে সার্চ করবে তখন তা ইনফরমেশনাল কীওয়ার্ড ইনটেন্ট হিসেবে বিবেচিত হবে।

নেভিগেশনাল কীওয়ার্ড ও এর উদাহরণ

নেভিগেশনাল কী-ওয়ার্ড সাধারণত আমাদের নির্দিষ্ট কোন বিষয় খুঁজে পেতে সহয়তা করে থাকে।
যখন আমরা নির্দিষ্ট কোন ব্র্যান্ড থেকে পণ্য কিনতে ইচ্ছুক অথবা আমরা চিনি জানি এই রকম কোন পণ্য সম্পর্কে লিখে সার্চ দেই তখন তা নেভিগেশনাল কী-ওয়ার্ড এর অন্তর্ভুক্ত হয়ে পরে।

উদাহরণ স্বরূপ বলা যায় আপনি আড়ং থেকে একটি শার্ট কিনতে ইচ্ছুক কিংবা এপেক্স থেকে একটি জুতা কিনতে ইচ্ছুক এখন এই সম্পর্কে লিখে আপনি যখন সার্চ দেন তখন তা নেভিগেশনাল কীওয়ার্ড হিসেবে কাজ করে।brand name,name of products, name of service ইত্যাদি নেভিগেশনাল কীওয়ার্ড এর উদাহরণ।

কমার্শিয়াল কীওয়ার্ড ও এর উদাহরণ

আমরা কোন পণ্য বা সেবা ক্রয় করতে চান কিংবা ক্রয় করতে আগ্রহী এবং এই সম্পর্কিত কীওয়ার্ড ব্যবহার করে যখন সার্চ দেই তখন তা কমার্শিয়াল কী-ওয়ার্ড হিসেবে সংজ্ঞায়িত হয়।উদাহরণস্বরূপ বলা যায় "২০২৪ সালের সব থেকে ভালো ফ্লাগসিপ মোবাইল সমূহ "যা সার্চ করার উদ্দেশ্য হলো যে আপনি তা কিনতে চাচ্ছেন অথবা কিনতে আগ্রহি।সেক্ষেত্রে এটি একটি কমার্শিয়াল কীওয়ার্ড।তাছাড়াও কমার্শিয়াল কীওয়ার্ড এর আরও কিছু উদাহরণ। best,top,review,various size,ইত্যাদি কীওয়ার্ড

ট্রানজেকশনাল কীওয়ার্ড ও এর উদাহরণ

যখন আমরা তাৎখনিক ভাবে কোন পন্য বা সেবা ক্রয় করার জন্য সার্চ বারে সার্চ করি তখন তাকে ট্রানজেকশনাল কী-ওয়ার্ড বলে।যেমনঃ near me,offer,discount, buying,purchase, offers ইত্যাদি কী-ওয়ার্ড সমূহ আমাদের উদ্দেশ্য প্রকাশ করে যে আপনি তাৎখনিক ভাবে সেই নির্দিষ্ট পণ্যটি ক্রয় করতে ইচ্ছুক।

কেন কীওয়ার্ড ইনটেন্ট সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ?

নিজের ব্লগিং ওয়েবসাইট থেকে আশানুরূপ ফল পাওয়ার জন্য কীওয়ার্ড রিসার্চ এর কোন বিকল্প নেই।আমরা ইতিমধ্যেই জেনেছি কীওয়ার্ড কী এবং কীওয়ার্ড ইনটেন্ট কী!কী ওয়ার্ড ইনটেন্ট সম্পর্কে না জানলে সঠিক ভাবে কীওয়ার্ড রিচার্স করা মোটেও সম্ভব নয়।আপনি যদি না জানেন ভিজিটরা আসলে কোন ক্যাটেগোরি তথ্য বেশি পরিমাণে অনুসন্ধান করছে তাহলে সেক্ষেত্রে আপনি তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হবেন।

তাই সবার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে ভিজিটর কি অনুসন্ধান করছেন তারা কী নির্দিষ্ট ভাবে কোন তথ্য চাচ্ছেন,কিংবা তিনি কোন পণ্য বা সেবা সম্পর্কিত তথ্য চাচ্ছেন। আপনি যখন বুঝতে পারবেন বর্তমান সময়ে এই কীওয়ার্ড ইনটেন্ট এর চাহিদা অনেক বেশি তখন আপনি সেই বিষয়ে সুযুক্তিপূর্ণ ও যথার্থ তথ্য প্রদর্শন করতে পারবেন।তাই যেহেতু কীওয়ার্ড ইনটেন্ট সম্পর্কে জানা কীওয়ার্ড রিচার্স এর জন্য অনেক গুরুত্বপূর্ণ।যার জন্য কীওয়ার্ড ইনটেন্ট সঠিক ট্রাফিক সংগঠিত করার জন্যও গুরুত্বপূর্ণ উপাদান।

শেষ কথা

উপরিক্ত আলোচিত তথ্য গুলোর মাধ্যমে আশা করি আপনারা জানতে পেরেছেন কিওয়ার্ড ইনটেন্ট কী, এর প্রকারভেদ এবং কেন সঠিক ট্রাফিক আকর্ষণের জন্য এটি এত গুরুত্বপূর্ণ। সুতরাং সঠিক পাঠককে খুঁজে বার করতে এবং তাদের সঠিক তথ্য সরবরাহ করতে সঠিক কীওয়ার্ড বাছাই করার কোন বিকল্প নেই। আশা করি পোস্টটি আপনাদের জন্য উপযোগী প্রমাণিত হবে। ধন্যবাদ সকলকেই।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইজি গ্রাব ওয়েব এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url